জাতীয়

চসিক নির্বাচনে চলছে ভোটগ্রহণ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে চলছে ভোটগ্রহণ । প্রথমবারের মতো ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে ৭৩৫ ভোটকেন্দ্রে মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।

নির্বাচনে মেয়র পদে সাত জন প্রার্থী লড়ছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির শাহাদাত হোসেনের মধ্যে। দুজনই প্রথমবারের মতো মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৭২ জন এবং সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রেজাউল করিম চৌধুরী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করলেও বিএনপি মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button