খেলা

মিরপুরে অন্যরকম আনন্দে মাতলেন সাকিব

ঘূর্ণিঝড় জোয়াদের কারণে রোববার সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে ঢাকাসহ সারাদেশে। ফলে নির্ধারিত সময়ে মাঠে খেলা গড়ায়নি। বৃষ্টি থেমে যাওয়া মাত্রই খেলা শুরুর পর মাত্র ৩৮ বল মাঠে গড়িয়েই দ্বিতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা।

এদিকে, প্রায় ৩ বছর পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলতে নামে সাকিব আল হসান।

খেলা নেই। হটাৎ করেই দেখা মিললো এক অন্য সাকিবের

যেমন শৈশবে বৃষ্টির কারণে স্কুলে না যেতে অথবা আগেভাগে ছুটি পর যেমন দৃশ্যের দেখা মিলত, সাকিব করলেন তেমনই।

হোম অব ক্রিকেটে সাঁতার কাটলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসান। বৃষ্টির কারণে কাভার দিয়ে উইকেট ডেকে রেখেছে মাঠ কর্মীরা।

আর সেই কাভারের উপর জমে থাকা পানিতে সাঁতার কাটার চেষ্টা করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর আনন্দের অন্য ভূবনে হারালেন সেই স্কুলে পড়া ছেলেটির মতো।

একদম পূর্ব দিকের পিচ কভার থেকে শুরু করলেন, তারপর পুরো শরীর ছেড়ে দিলেন পানি জমে থাকা পিচ কভারের ওপর। ধীরে ধীরে স্লাইড করে চলে গেলেন অন্তত ১৫-২০ গজ। পশ্চিম দিকে কভারের একদম শেষ ভাগে গিয়ে যখন উঠে দাঁড়ালেন, তখন পরিষ্কার বোঝা গেল, সাকিব জলে ভেজা কভারে স্লাইড করলেন দুরন্ত কিশোরের মতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button