অর্থ বাণিজ্য

দেশে এবার কমছে সোনার দাম

কমলো স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণে প্রায় দুই হাজার টাকা কমানো হয়েছে।

আগামী ১৩ জানুয়ারি থেকে বাজারে এ নতুন দাম কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বাজুস’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গেল বছর ২ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। পরে গত ৫ জানুয়ারি দ্বীতিয় মেয়াদে স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়ানো হয়েছিলো।

এদিকে দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১৯৮৩ টাকা কমায়, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৯৮৩ টাকা ক‌মিয়ে নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Back to top button