জাতীয়

এম এ হাসেম বনানীতে সমাহিত

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেমকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বাদ জুমা দুই দফায়  গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।

সাবেক সাংসদ এম এ হাসেম ৭৭ বছর বয়সে গত বুধবার রাত ১টা ২০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, পাঁচ ছেলেসহঅসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

১৯৪৩ সালের ৩০ আগস্ট নোয়াখালীতে জন্মগ্রহণ করেন এম এ হাসেম এবং ১৯৬২ সালে তামাকের ব্যবসার মাধ্যমে তার ব্যবসায়ী জীবনের সূচনা। ফার্নিচার, বোর্ড, খাদ্য ও পানীয়, প্লাস্টিক, কাগজ, তুলা, সুতা, পাট, রিয়েল এস্টেট, টেক্সটাইল, শিপিং, অ্যাগ্রো, গার্মেন্টস, এরোমেরিন লজিস্টিকস ইত্যাদি গড়ে তোলেন।

এম এ হাসেম দেশের দুটি বেসরকারি ব্যাংক—সিটি ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি জনতা ইনস্যুরেন্স প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি নোয়াখালীর এম এ হাসেম কলেজের প্রতিষ্ঠাতা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।

Related Articles

Leave a Reply

Back to top button