করোনাজাতীয়

মে-জুনেই দেশে ৬ কোটি ডোজ ভ্যাকসিন আসছে

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, জানুয়ারি মাসের শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশে নভেল করোনা ভাইরাসের ভ্যাকসিন আসছে।

সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রথম দফায় তিন কোটি ডোজ আনা হবে। এরপর আগামী মে-জুনের মধ্যে আরও ৬ কোটি ডোজ আসবে।

করোনা ভ্যাকসিন সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভ্যাকসিন দিতে ইতোমধ্যে গ্রাম পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ শুরু হয়েছে। মূলত ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) এবং সরকারি হাসপাতালের মাধ্যমে টিকা দেয়া হবে।

এছাড়া বেসরকারি হাসপাতালগুলোকে এ কার্যক্রমে সম্পৃক্ত করতে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, আজকের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন আমদানি ও প্রয়োগের বিষয়টি তুলে ধরেন। আগামী জুন মাসের মাধ্যে সাড়ে ৪ কোটি মানুষ ভ্যাকসিন পাবে।

Related Articles

Leave a Reply

Back to top button