বৃহস্পতিবার থেকে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন বিকল্প সড়কে যান চলাচল
মেট্রোরেলের নির্মাণকাজের কারণে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) থেকে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন বিকল্প সড়কে যানবাহন চলাচল করবে। এর ফলে রাজধানীর উড়োজাহাজ ক্রসিং থেকে বিআইসিসি ক্রসিং পর্যন্ত রাস্তার পরিবর্তে বিকল্প সড়কটি ব্যবহৃত হবে।
তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্র জানায়, ঢাকা মহানগরের অন্যান্য স্থানের মতো আগারগাঁও অঞ্চলেও মেট্রোরেলের নির্মাণকাজ চলমান রয়েছে। চন্দ্রিমা উদ্যান সংলগ্ন আগারগাঁও রোডে মেট্রোরেলের একটি স্টেশন নির্মিত হবে। এ স্টেশন নির্মাণের পরিপ্রেক্ষিতে উড়োজাহাজ ক্রসিং থেকে বিআইসিসি ক্রসিং পর্যন্ত সড়কটি সাময়িকভাবে বন্ধ থাকবে।
ওই সড়কে যানবাহনের প্রবাহ স্বাভাবিক রাখার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ ইতোমধ্যে চন্দিমা উদ্যান সংলগ্ন একটি বিকল্প সড়ক প্রস্তুত করেছে। বিকল্প সড়কটি মূল সড়কের পশ্চিম প্রান্ত ঘেঁষে প্রস্তুত করা হয়েছে।
তাই এখন থেকে যানবাহনসহ সব জনসাধারণকে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন বিকল্প সড়কটি ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ট্রাফিক তেজগাঁও বিভাগ।