খেলা

আরিফুলের ব্যাটিং’এ খুলনার জয়

শেষ ওভারে আরিফুল হকের চার ছক্কায় ফরচুন বরিশালের বিপক্ষে চার উইকেটের দুর্দান্ত জয় পেলো জেমকন খুলনা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন মেহেদি মিরাজ। পারভেজ ইমনকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন অধিনায়ক তামিম ইকবাল। টি-টোয়েন্টি ক্রিকেটে ধীর গতির ব্যাটিং কোরে সমালোচিত তামিম, এদিন ১৫ বলে করেন ১৫ রান। তবে যুব বিশ্বকাপজয়ী ইমন ৪২ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন। বল হাতে আক্রমণে এসে নিজের দ্বিতীয় ওভারেই আফিফ হোসেনের উইকেট তুলে নেন সাকিব। শেষ দিকে তৌহিদ হৃদয়ের ২৭ ও  অঙ্কনের ২১ রানে, বরিশালের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৫২ রান।

জবাবে তাসকিন-সুমন খানদের বোলিং তোপে পড়ে খুলনা। বিজয় ৪ এবং ইমরুল আউট হন শূন্য রানে। ওয়ান ডাউনে নামা সাকিব ১৩ বলে ১৫ রান কোরে আউট হন। মাহমুদউল্লাহ, মিরাজের শিকার হয়ে ফিরে যান ১৭ রানে। মাঝে জহুরুল ইসলাম দায়িত্ব নিয়ে খেলেছেন। তবে রাব্বি ব্যক্তিগত ৩১ রানে তাকে সাজঘরে পাঠান।

তবে একপ্রান্ত আগলে রাখেন টি-টোয়েন্টি স্পেশালিষ্ট আরিফুল ইসলাম। শামীম হোসেনের ১৮ বলে ২৬ রানের ইনিংস খুলনাকে জয়ের স্বপ্ন দেখায়। তবে নাটকীয়তা সব জমা ছিলো শেষ ওভারে। জয়ের জন্য মাহমুদউল্লাহ’র দলের দরকার ছিলো ২২ রান। মেহেদি মিরাজের ওভারে চার ছক্কায় দলের জয় নিশ্চিত করেন আরিফুল। ৪৮ রান কোরে ম্যাচ সেরাও হন এই ব্যাটসম্যান।

Related Articles

Leave a Reply

Back to top button