আন্তর্জাতিক
১২০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’
ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতি নিয়ে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট পশ্চিম-উত্তর দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘নিভার’।
এটি বুধবার বিকেলে নাগাদ ভারতের তামিলনাডু ও পুদুচেরি উপকূলে আছড়ে পড়বে বলে জানিয়েছে, ভারতের আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার ভারতের আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, ঘূর্ণিঝড়টি পুদুচেরি থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানায়, শক্তি সঞ্চয় করে ‘প্রবল ঘূর্ণিঝড়ের’ রূপ নিয়ে বুধবার বিকেলের দিকে মামাল্লাপুরম এবং কারাইকলের মাঝে আছড়ে পড়তে পারে ‘নিভার’।