আন্তর্জাতিক

মুক্তি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, প্রায় ১৪ মাস বন্দি থাকার পর মুক্তি পেলেন ।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মেহবুবা মুফতিকে মুক্তি দেয়া হয়।

গত বছরের আগস্টে ভারতের পার্লামেন্টে আইন করে কাশ্মীরের বিশেষ মর্যদা তুলে নেয়ার পর ওই অঞ্চলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

সে সময় আটক করা হয়েছিল ফারুক ও ওমর আবদুল্লাহসহ কাশ্মীরের বড় বড় নেতাদের। মেহবুবা মুফতিকেও বন্দি করা হয় সে সময়।

চলতি বছরের শুরুতে ফারুক ও ওমর আবদুল্লাহ বন্দিদশা থেকে মুক্ত হলেও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) এই নেত্রীকে ছাড়েনি কাশ্মীর প্রসাশন।

এদিকে, মেহবুবা মুফতির মুক্তির খবর টুইট করে জানিয়েছেন তার মেয়ে ইলতিজাও। সেখানে ইলতিজা লিখেছেন, মুফতিকে অবৈধভাবে বন্দি রাখার দিন শেষ হলো। এই সঙ্কটময় মুহূর্তে যারা আমার পাশে থেকেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button