জাতীয়

পদত্যাগ করলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির ও অ্যাডভোকেট মুরাদ রেজা।

রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন মুরাদ রেজা।

‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন’ উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, `পদত্যাগপত্র স্বাক্ষর করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ে পাঠিয়েছি`।’

মমতাজ উদ্দিন ফকির ২০১০ সালের ১ জুলাই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান। এর আগে ২০০১-২০০২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন তিনি। তারও আগে ১৯৯৪-১৯৯৫ সালে তিনি সমিতির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৮ সালের আগস্টে হাইকোর্টের ও ২০০১ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৬ সালে তিনি আইনজীবী হিসেবে বার কাউন্সিলের তালিকাভুক্ত হন। মমতাজ উদ্দিন ফকিরের জন্ম ১৯৬১ সালে কিশোরগঞ্জে।

এর আগে সকালে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

এ বিষয়ে মমতাজ উদ্দিন ফকির জানান, ‘একান্ত ব্যক্তিগত কারণে পতদ্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর বাইরে কিছু নেই।

এদিকে গত বৃহস্প‌তিবার (৮ অক্টোবর) দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেয়া হয়। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি।

উল্লেখ্য, গেল ২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫তম প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মাহবুবে আলম গেল ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button