জাতীয়

মসজিদে বিস্ফোরণ: দগ্ধ ৫ জনের শারীরিক অবস্থার উন্নতি

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ যে পাঁচ জনের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে, তবে তারা শংকামুক্ত নন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সাংবাদিকদের একথা জানান ওই হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

ডা. পার্থ বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় দগ্ধ যে পাঁচ জন আইসিইউতে রয়েছেন। তাদের কেউই শংকামুক্ত নন। তবে, তাদের শারীরিক অবস্থাও আগের চাইতে কিছুটা উন্নতির দিকে। কিন্তু শ্বাসনালি দগ্ধ হওয়ায় তাদের শংকামুক্ত বলা যাবে না।

তিনি আরও বলেন, সারাবিশ্বে দগ্ধদের যে চিকিৎসাসেবা দেওয়া হয়, এখানেও একই ধরনের চিকিৎসা হচ্ছে। তাদের চিকিৎসার কোন ঘাটতি হচ্ছে না। আপনারা জানেন যে, প্রধানমন্ত্রী সবসময় দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেও তিনি দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর রাতে পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ ৩৭ জনের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেন ৩১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button