জাতীয়

সর্বোত্তম পন্থায় সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ আইজিপির

সর্বোত্তম পন্থায় সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় আইজিপি হেড কোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় বার্ষিক প্রকিউরমেন্ট-প্ল্যান (এপিপি) সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন।

আইজিপি ড. বেনজীর বলেন, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার উপযোগী আধুনিক প্রযুক্তির উন্নত মা‌নের লজিস্টিকস ক্রয় করতে হবে। তিনি ক্রয় করা ইকুইপমেন্ট এবং অন্যান্য সরঞ্জামাদির হালনাগাদ ইনভেন্টরি তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রত্যেকটি ইকুইপমেন্টে বারকোড থাকবে। যাতে এগুলো সহজে চিহ্নিত করা যায় ও ব্যবস্থাপনা সহজ হয়। সরকারি সম্পদ ব্যবহারকারীর দায়বদ্ধতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন আইজিপি।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ হেড কোয়ার্টার্সের অতিরিক্ত আইজিরা, এসবি প্রধান, সিআইডি প্রধান, ডিএমপি কমিশনার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Back to top button