জাতীয়

সাবেক ভিপি ফেরদৌস আহমেদ কোরেশী আর নেই

প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ড. ফেরদৌস আহমেদ কোরেশী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বিষয়টি নিশ্চিত করে কোরেশীর স্ত্রী নিলুফার পান্না কোরেশী বলেন, “ক্যান্টনমেন্টে মেয়ের বাসায় দুপুর দেড়টা দিকে উনি মারা গেছেন। স্ট্রোকে তিনি মারা গেছেন। ৫ বছর যাবৎ তিনি (কোরেশী) বার্ধক্যজনিত নানা রোগের চিকিৎসা নিচ্ছিলেন।’

বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে ফেনীর দাগনভূঞায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।

১৯৬০ এর দশকে অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন। ১৯৬২ এর ৬ দফা আন্দোলন ও ১১ দফা ভিত্তিক ছাত্র ও গণআন্দোলন, ১৯৬৯ এর গণ-অভ্যুত্থানে ফেরদৌস আহমেদ কোরেশী বলিষ্ঠ ভূমিকা পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button