খেলা

ইউরোপ সেরা দল থেকে বাদ পরলেন রোনালদো!

২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগে সেরা পারফর্মারদের বেছে নিয়ে ২৩ সদস্যের স্কোয়াড দিয়েছে উয়েফা। সেখানে লিওনেল মেসি ও নেইমার, চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের রবার্ত লেভানদভস্কিসহ সর্বোচ্চ নয় ফুটবলার ঠাঁই নিয়েছেন এই দলে। কিন্তু  আরেক সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম নেই।

বার্সেলোনা থেকে মেসি ছাড়া অন্য কেউ স্কোয়াডে জায়গা পাননি। ফাইনাল খেলা পিএসজি থেকে নেইমার ছাড়াও কিলিয়ান এমবাপে ও মারকিনিওস স্কোয়াডে আছেন। অনুমিতভাবেই স্কোয়াড সবচেয়ে বেশি ফুটবলার আছে বায়ার্ন মিউনিখের। চ্যাম্পিয়নস লিগের এবারের চ্যাম্পিয়ন ক্লাবটির নয় ফুটবলার আছেন উয়েফার সেরা একাদশে।

উয়েফার ২৩ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন), ইয়ান অবলাক (অ্যাটলেটিকো), আন্থনি লোপেস (লিওঁ)।

ডিফেন্ডার: আলফনসো ডেভিস (বায়ার্ন), ইয়োশুয়া কিমিখ (বায়ার্ন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), দায়ত উপামেকানো (লাইপজিগ), আনহেলিনিও (লাইপজিগ), ডেভিড আলাবা (বায়ার্ন)।

মিডফিল্ডার: থিয়াগো (বায়ার্ন), কেভিন ডি ব্রুইন (ম্যান সিটি), হুসেম ওউয়া (লিওঁ), লিওন গোরেৎস্কা (বায়ার্ন), মার্সেল সাবিৎসার (লাইপজিগ), মারকিনিওস (পিএসজি), আলেহান্দ্রো গোমেস (আতালান্তা), টমাস মুলার (বায়ার্ন)।

ফরোয়ার্ড: সার্জ নাব্রি (বায়ার্ন), রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন), কিলিয়ান এমবাপে (পিএসজি), নেইমার (পিএসজি), লিওনেল মেসি (বার্সা), রাহিম স্টার্লিং (ম্যান সিটি)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button