নিউজ নাউ বাংলা ডেস্কঃ
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত দেশে ১ হাজার ৬৮৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ১৩টি জাতীয় দৈনিকের প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মহিলা পরিষদ ধর্ষণ, হত্যা, অ্যাসিডদগ্ধ, পাচার, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমসহ ৩৮টি নির্যাতনের ধরন উল্লেখ করে তাতে ১ হাজার ৬৮৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানায়।
ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি নির্যাতনের ঘটনা ঘটে। এ সময় ৩৩৭ জন নির্যাতনের শিকার হয়। এ ছাড়া করোনাভাইরাস মহামারির মধ্যে বেশি হয় জুন মাসে। এ মাসে নির্যাতনের শিকার হন ৩০৮ জন। এ ছাড়া জানুয়ারিতে ৩২৬, মার্চে ২৪৩, এপ্রিলে ১২২, মে ১১৫ এবং জুলাইয়ে ২৩৫ জন নির্যাতনের শিকার হন।
গত সাত মাসে জানুয়ারি ও জুলাই মাসে বেশি ধর্ষণের শিকার হওয়ার খবর এসেছে। জানুয়ারিতে ৯৬ জন এবং জুলাইতে ৯০ জন। জুন মাসে সবচেয়ে বেশি ৬২ জন নারী ও কন্যা শিশু হত্যার খবর এসেছে।