শোকের মাসকে ঘিরে চাঁদাবাজি বন্ধে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে আছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শোকের মাস আগস্ট এলে এক ধরনের মৌসুমী চাঁদাবাজ বেড়ে যায়। শোকের মাসকে ঘিরে চাঁদাবাজি বন্ধে শেখ হাসিনা সরকার স্পষ্টই কঠোর অবস্থানে। বঙ্গবন্ধুর নামে কাউকে অনিয়ম করতে দেয়া হবে না, চাঁদাবাজি করতে দেয়া হবে না।’
শুক্রবার ( ৩১ জুলাই) রংপুর সড়ক জোন,বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে শেষ মূহুর্তের ঈদ প্রস্ততি বিষয়ক এক মতবিনিময় সভায় এ হুশিয়ারি জানান তিনি। ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় যুক্ত হন।
করোনা সংক্রমণ রোধে ঈদে ঘরমুখো যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মানাসহ সর্বোচ্চ মাত্রার সচেতনতা অবলম্বনের অনুরোধ জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঈদ পরবর্তীতে ফেরত যাত্রায় দেখা গেছে সড়ক দুর্ঘটনা বেড়ে যায়, এ বিষয়ে সকলকে সচেষ্ট থাকতে হবে। রেঞ্জ পুলিশ, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশের সাথে সমন্বয় করে মহাসড়কে নজরদারি তখনও বজায় রাখতে হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘এবারের ঈদযাত্রা ভিন্ন বাস্তবতায়, একদিকে করোনা সংক্রমণ অন্যদিকে বন্যা। দেশের এক-তৃতীয়াংশের বেশি এলাকা বন্যার পানিতে প্লাবিত। শুরুটা উত্তরাঞ্চলে হলেও এখন মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়েছে বন্যা। দক্ষিণাঞ্চলেও ছাড়িয়ে পড়ছে। উত্তর জনপদের বানের পানি অনেক সড়ককে প্লাবিত করতেও সড়ক যোগাযোগ বেশির ভাগ ক্ষেত্রে বিচ্ছিন্নতা তৈরি হয়নি। পানি নেমে যাওয়ার সাথে সাথে সড়ক উন্নয়নের কাজ শুরু করতে হবে। মেনটেনেন্সের কাজ শুরু করতে হবে।’
তিনি বলেন, ‘সড়ক নির্মাণে নিম্নমানের কাজের জন্য এখন থেকে ঠিকাদারদের পাশাপাশি প্রকৌশলীদেরও দায়বদ্ধতার মধ্যে থাকতে হবে। জনগণের কষ্টার্জিত অর্থের সর্বোচ্চ ব্যবহারের জনগণের প্রত্যাশা, কোনো রুপ অনিয়ম, অপচয়, অথবা কাজের নিম্নমান মেনে নেয়া যায় না।’
সড়কমন্ত্রী বলেন, ‘বিআরটিসিকে লাভবান করতে অনিয়মের দুষ্টক্ষত থেকে প্রতিষ্ঠানটিকে বের করে আনতে হবে।মবিআরটিসিকে লাভবান করতে সরকার একের পর এক পদক্ষেপ নেওয়া স্বত্বেও এই প্রতিষ্ঠানটি লোকসানের বৃত্তে ঘুরপাক খাচ্ছে।’