রাজনীতি

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

দেশবাসীকে  ঈদ- উল আযহার শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার  ৩১ জুলাই দলের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানান তারা।  প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়:
প্রিয় সহযোদ্ধা ও নেতাকর্মীবৃন্দ,  আপনার ও আপনার পরিবারের সদস্যদের প্রতি পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা রইল। শোকাবহ   গস্ট মাসের প্রথম দিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের নামাজ এর পরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের নির্মম বুলেটে নিহত পরিবারের সদস্যদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া কামনা করছি এবং মহান  আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মহামারী করোনা ও বন্যা মোকাবেলায় মানুষের পাশে থাকার  আহবান জানাচ্ছি।
প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ পবিত্র ঈদুল আজহা’র কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার জন্য সর্বসাধারণকে উদ্বুদ্ধ করতে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি ।, কারন সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতার অভাবে পশুর মাংস ও উচ্ছিষ্ট অংশ থেকে মারাত্মক পরিবেশ দূষণের সম্ভাবনা রয়েছে। তাই কোরবানির পশুর বর্জ্য যেন পরিবেশকে অস্বাস্থ্যকর করে না তোলে সেই দিকে দৃষ্টি রাখতে এবং নিজ নিজ এলাকায় বর্জ্য ফেলার একটি স্থান নির্ধারন করে সেখানে ব্যানার টানিয়ে জনসাধারণকে বর্জ্য ফেলতে সহায়তা করতে প্রতিটি নেতাকর্মীর প্রতি বিশেষভাবে আহবান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

 

Related Articles

Leave a Reply

Back to top button