মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালের সদস্য পদ থেকে পদত্যাগ করছেন করণ জোহর
মুম্বাই অ্যাকাডেমি অফ দ্য মুভিং ইমেজ বোর্ড থেকে পদত্যাগ করতে চলেছেন প্রযোজক-পরিচালক করণ জোহর। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াতে বিতর্কের মুখে পড়তে হয় এই পরিচালককে।
পরিচালক ও প্রযোজক উভয় ক্ষেত্রেই সফল করণ জোহর। তার বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে কুচ কুচ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, কভি আলবিদা না কেহনা ,মাই নেম ইজ খান কাল হো না হো , দোস্তানা , আই হেট লাভ স্টোরিজ , অগ্নিপথ, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি , টু স্টেটস, হাম্পটি শর্মা কি দুলহানিয়া , ও কাপুর অ্যান্ড সন্স । এইসব জনপ্রিয় ছবি বানিয়ে দর্শক হৃদয় জয় করে নিয়েছিলেন করণ জোহর।
কিন্তু সম্প্রতি সুশান্ত শিং রাজপুতের মৃত্যুর জন্য তার ভক্তরা কাঠগড়ায় দাঁড় করিয়ে ছিলেন করণকে। আর সেই কারণেই মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালের সদস্য পদ থেকে পদত্যাগ করছেন করণ।
সুশান্ত এর ঘটনায় সিনেমা প্রেমী ও তার ফ্যানেরা করণের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ছবিও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি সালমানের সঙ্গে তার কুশপুতুল পড়ানো হয়। তাই এই সমস্ত ঘটনায় কিছুটা মর্মাহত হয়েছেন করণ জোহর।
সেই পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও বলিউডে নেপোটিজম নিয়ে মূল আক্রমণের কেন্দ্রে রয়েছেন করণ জোহর। কঙ্গনা থেকে পায়েল এছাড়াও বহু অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করেছেন করণ জোহরের বিরুদ্ধে।
সূত্রের খবর, তিনি তার পদত্যাগ পত্র নির্দিষ্ট কমিটির কাছে পাঠিয়ে দিয়েছেন। ওই বোর্ডের প্রধান স্মৃতি কিরণের কাছে নিজের ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন করণ জোহর। প্রযোজক করণের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ফোন করে বোঝান দীপিকা পাডুকোন কিন্তু কোনও লাভ হয়নি বলেই জানা গিয়েছে। দীপিকা যেহেতু ওই বোর্ডের সভাপতি তাই করণকে বোঝাতে শেষ চেষ্টা করেন।