জাতীয়

ভার্চুয়াল আদালতে ১৪৪ আসামির জামিন

দেশের বিভিন্ন জেলার ভার্চুয়াল আদালতে ১৪৪ আসামিকে জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাতে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১১ মে) থেকে সারাদেশের ভার্চুয়াল আদালতে জামিন শুনানি শুরু হয়। প্রথমবারের মতো কুমিল্লা জেলা ও দায়রা জজ এক আসামিকে জামিন দেন।

মঙ্গলবার দেশের বিভিন্ন জেলার দেড়শ ভার্চুয়াল আদালতে শুনানি শেষে এসব জামিন মঞ্জুর করা হয়।

এদিন ঢাকা মহানগর দায়রা জজ আদালত ৪টি মামলার শুনানি নিয়ে ৪ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। পাশাপাশি ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত ১৯ মামলার শুনানি নিয়ে ৩৪ জনকে জামিন দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button