করোনা ভাইরাস সনাক্তকরণে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের কার্যকারিতা যাচাইয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
শনিবার (২ মে) বিএসএমএমইউ হাসপাতালের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সকালেই এ ব্যাপারে আলোচনা হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের কার্যকারিতা যাচাইয়ে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। আজই হয়তো লিখিত অফিস অর্ডার হয়ে যাবে। এরপরই আমরা চূড়ান্তভাবে কিটের কার্যকারিতা যাচাইয়ে কাজ শুরু করবো।
সাইফ উল্লাহ মুন্সী বলেন, বিএসএমএমইউ’র ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহিনা তাবাসসুমকে প্রধান করে এই ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমিও আছি। আমাদের কার্যকারিতা যাচাইয়ের পরই চূড়ান্ত একটি প্রতিবেদন দেবে ওষুধ প্রশাসন। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই গণস্বাস্থ্য কেন্দ্র তাদের কিট নমুনা পরীক্ষার অনুমতি পেল কি পেল না সেটি জানিয়ে দেবে ওষুধ প্রশাসন।