দেশে করোনা ভাইরাস পরিস্থিতি সামাল দিতে আবারো বাড়ছে সাধারণ ছুটির মেয়াদ। এবার আগামী ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
শনিবার (২ মে) দুপুরে ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। এবারের ছুটিতেও নির্দেশনাগুলো আগের মতোই থাকবে, তবে নতুন করে দু-একটি নির্দেশনা আসতে পারে। সেগুলো যখন প্রজ্ঞাপন হবে তখনই জানা যাবে। এর আগে, ছুটি ৬ই মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ বিষয়ে বলেন, পরিস্থিতি বিবেচনায় ছুটি হয়তো বাড়তে পারে। দু-একদিনের মধ্যেই সব বোঝা যাবে। ছুটি বাড়ানোর বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। তবে এবারও কিছু বিষয়ে বিবেচনায় নেয়া হতে পারে।
করোনার কারণে প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। আরও তিন দফায় ছুটি বাড়ানো হয়। পরে পর্যায়ক্রমে ১১ এপ্রিল, ১৪ এপ্রিল, ২৫ এপ্রিল ও ৫ মে পর্যন্ত ছুটি বাড়ে।