করোনাজাতীয়

মৌলভীবাজারে কর্মহীন মানুষের পাশে ব্যবসায়ী নেতা

করোনা ভাইরাসের কারণে দিনমজুর, হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো: আব্দুর রহিম রিপন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের বারহাল ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ শতাধিক মানুষকে চেয়ারে বসিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো: আব্দুর রহিম রিপন বলেন, আমাদের পরিবার থেকে প্রতি বছর এইভাবে খাদ্য ও ইফতার সামগ্রী দিয়ে থাকি। এবার করোনা ভাইরাসের জন্য সামাজিক দূত্বর বজায় রেখে এলাকার মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ করলাম।

এ সময় সবাইকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন তিনি । সেসঙ্গে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তায়ালা নিকট ক্ষমা ও প্রার্থনার পাশাপাশি সকল’কে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানান মো: আব্দুর রহিম রিপন।

প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, তেল, সাবান, লবন, আটা, ময়দা, পেয়াজ, চিনি, চিড়াসহ বিভিন্ন খাদ্য সামগ্রী । এ সময় ছোট শিশুদের জন্য আলাদা খাদ্য সামগ্রী প্যাকেট দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button