আন্তর্জাতিক

কলম্বিয়ায় কয়লা খনি বিস্ফোরণ নিহত ১১

আন্দিজ পর্বত মালার দেশ কলম্বিয়া বিশ্বের পঞ্চম বৃহত্তম কয়লা রপ্তানি কারক দেশ। কলম্বিয়ায় করোনা ভাইরাস মহামারী সৃষ্ট জরুরী অবস্থা সত্ত্বেও কাজ করছিলেন কয়লা খনি শ্রমিকরা। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় কলম্বিয়ার রাজধানী বোগোটার নিকটবর্তী কুকুনুবার কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে এবং চার জনেরও বেশি আহত হয়েছে। কলম্বিয়ার স্থানীয় দমকল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটিতে বেশিরভাগ কলম্বিয়ান সরকারী আদেশে কোয়ারেন্টিনে (বিচ্ছিন্ন) রয়েছেন। তবে যেসব জিনিস খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে, তার মধ্যে খনিও রয়েছে।

কুন্ডিনামারকা বিভাগের দমকল বিভাগের প্রধান ক্যাপ্টেন আলভারো ফারফান স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন যে আইনত বৈধভাবে পরিচালিত একটি কয়লা খনিতে দুর্ঘটনাটি ঘটেছে। যদিও তিনি বিস্ফোরণের ধরণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

এদিকে শুক্রবার, কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সান কায়েতানো পৌরসভায় একটি কয়লা খনিতে দুর্ঘটনায় আরও ৬ শ্রমিক নিহত হয়েছেন।

নতুন দুর্ঘটনার পর, কুকুনুবায় ‘ভূগর্ভস্থ কয়লা খনির কার্যক্রম’ স্থগিত করার ঘোষণা দিয়েছে রাষ্ট্র পরিচালিত জাতীয় খনি সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button