ফেসবুক থেকে

করোনা মোকাবেলায় করণীয় নিয়ে মোন্তাকিম আশরাফের পরামর্শ

গত মাসের গোড়ার দিকে আমাদের দেশে করোনা ভাইরাস সংক্রমনের পর থেকে একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়েছে। একদিকে মানুষের মধ্যে করোনা সংক্রমনের ভয় কাজ করছে, অপরদিকে ব্যবসা বাণিজ্য এবং জীবনযাত্রা থমকে গেছে। বিশেষ করে গত মাসের শেষ সপ্তাহ থেকে অঘোষিত লক ডাউন কর্মসুচী চালু হবার পর থেকে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
কিন্তু সবকিছুর উর্ধে মানুষের জীবন। তাই,কষ্ট হলেও দেশের মানুষ এই অবস্থা মেনে নিচ্ছে। অল্পকিছু ব্যতিক্রম ছাড়া সেনাবাহিনীর সহায়তায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী “সঙ্গ রোধ” কর্মসুচী বাস্তবায়নে মাঠে কাজ করছে।কোন কোন ক্ষেত্রে কঠোর ভুমিকা নিতে বাধ্য হচ্ছে।
এখন এই অবস্থার উত্তরনে করণীয় কি?
১) করোনা রোগসহ সাধারণ চিকিৎসা সেবা চালু রাখা।
২) দরিদ্র আর প্রান্তিক মানুষেরা যাতে খাদ্য আর চিকিৎসা সহায়তা পায়, তার ব্যবস্থা নেয়া।

সরকারের পক্ষ থেকে বর্ণিত দুই বিষয়েই সাধ্যমতো ব্যবস্থা নেয়া হচ্ছে।
চিকিৎসা সেবা চালু রাখতে-
# প্রতিদিন সরকারী বেসরকারী হাসপাতালে যেসব আউটডোর পেসেন্ট চিকিৎসা নেয়, সেগুলো
অবিলম্বে চালু করা।
#সরকারী হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসার যাতে বিঘ্ন না ঘটে, তার দিকে নজর রাখা।
#বেসরকারী হাসপাতালেও দরিদ্র জনগোষ্ঠিসহ, সাধারণ মানুষ যাতে চিকিৎসা সহায়তা পায়, তার ব্যবস্থা নেয়া।

ডাক্তার সাহেবরা প্রথম দিকে পিপিই’র ঘাটতির কথা বলে- চিকিৎসা সেবা কার্যকমে নিরাপত্তার অভাব বোধ করছিলেন।
এখনতো PPE’র ঘাটতি নেই। সরকার ইতোমধ্যে পিপিই সমস্যার বহুলাংশে সমাধান করেছে। বেসরকারী অনেক প্রতিষ্ঠানসহ এফবিসিসিআই দেশের হাসপাতালগুলোতে পিপিই সরবরাহ করেছে।
এখন ডাক্তার সাহেবেরা নিশ্চয় চিকিৎসা সেবা দিতে পিছপাও হবেন না।
তবে, ডাক্তার সাহেবরাও মানুষ। তাদেরও পরিবার পরিজন আছে। সেক্ষেত্রে তাদেরকে ঢালাও দোষারোপ না করে, মোটিভেট করলে তারা কি বুঝবে না..?

খোদা না করুন, পরিস্থিতির যদি ব্যাপক অবনতি হয়, তবে সেক্ষেত্রে অবিলম্বে দেশে মেডিকেল ইমার্জেন্সী ঘোষণা করতে হবে। নইলে মানুষ মরার আগে চিকিৎসা পাবেনা, মরার পর দাফনের জায়গা পাবেনা।

এখন করোনাজনিত অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সরকার গৃহিত পদক্ষেপ নিয়ে কিছু কথা…

করোনা জনিত অর্থনীতির ক্ষতি পোষাতে সরকার ৭২হাজার ৭৫০ কোটি টাকার প্রনোদনা দেয়ার ঘোষণা দিয়েছে।এর মধ্যে ক্ষতিগ্রস্থ বৃহৎ শিল্পে ৩০০০০ কোটি, আর কুটির শিল্পসহ ক্ষুদ্র মাঝারী শিল্পের জন্য ২০০০০ কোটি টাকার আর্থিক সহযোগিতা প্রদাণ করা হবে। এর মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখাসহ, কর্মসংস্থান আর উৎপাদন ব্যহত হবে না।

অবশিষ্ট অর্থ সরকারী খরচের মাধ্যমে দরিদ্র- নিম্নবিত্ত মানুষদের জন্য প্রকল্প নেয়া হবে-যাতে তারা কর্মহীন না হয়।
তাছাড়া হতদরিদ্রদের জন্য বিনামুল্যে খাদ্য ও নগদ সাহায্য করা হবে।
সব দেশই কমবেশী এইরূপ কর্মসুচী দিয়েছে, আমাদের সরকারও দিতে পিছপাও হয়নি। এরূপ ঘোষণা এই দু:সময়ে দেশবাসীকে উৎসাহ যোগাবে।
এক্ষেত্রে একটি বিষয় নিশ্চিত করতে হবে যে,

১)যাদের উদ্দেশ্যে এই প্রনোদণা দেয়া হবে- তারা কি সেই অর্থ যথাযথ ব্যবহার করবে?
তারা এই অর্থ লোপাট করে দেবে না-তো..?
২)এই অর্থের উৎস কি হবে?
নতুন করে কর ধার্য করে, বিদ্যমান করহার বাড়িয়ে, নাকি কৃচ্ছতা সাধন করে?

মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে আশ্বস্ত করেছেন-এই বলে যে, কোনরূপ দুর্নীতি অপচয় বরদাস্ত করবেন না।অপ্রয়োজনীয় ব্যয় করতে নিষেধ করেছেন।
সেইটা যদি হয় তবে, নতুন করধার্য না করেই স্রেফ কৃচ্ছতা সাধন করেই এই লক্ষ্য পুরণ করা সম্ভব। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের অতি মুল্যহ্রাসের কারণে – সরকারের অনেক অর্থের সাশ্রয় হবে।

এখন আমাদের তথা নাগরিকদের করণীয় কি?
১) যাদের সাধ্য সামর্থ আছে, এই দু:সময়ে দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো।
২) অতি জরুরী পরিস্থিতি ছাড়া কোন অবস্থায় বাড়ীর বাইরে না আসা। সরকারের নেয়া সঙ্গরোধ কার্যকমে আন্তরিক সহযোগীতা করা।
আল্লাহ আমাদের সহায় হবেন। এই অবস্থার থেকে অবিলম্বে আমরা উত্তরণ ঘটাতে পারবো, ইনশাল্লাহ।

মোন্তাকিম আশরাফ
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
এফবিসিসিআই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button