করোনা আতঙ্কে খাদ্যপণ্য মজুদ করছেন ক্রেতারা; বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম
করোনা ভাইরাস আরো ভয়াবহ হতে পারে। এমন আশংকায় ঘরে খাদ্যপণ্য মজুদ করে রাখছে অনেকেই। আর এই সুযোগে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা।
যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, অহেতুল খাদ্যপণ্য মজুদ করে বাজারে চাপ সৃষ্টির প্রয়োজন নেই। কিন্তু কোন কথাই যেন মানছেন-না ক্রেতা-বিক্রেতারা কেউ-ই।
করোনা সংকটের কারণে ক্রেতারা প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কিনছেন। ফলে গত দুই-তিন দিনের তুলনায় চাল, পেঁয়াজ, সবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেশি। এর মধ্যে বেশি বেড়েছে চাল, ডিম ও পেঁয়াজের দাম।
গত সপ্তাহে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা। আজ বেড়ে হয়েছে ৭৫ থেকে ৮০ টাক। দাম বেড়ে রসুন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, আদা বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।
চালের বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের চালে কেজিতে দুই থেকে তিন থেকে ৫ টাকা করে বেড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে মান ভেদে ৫৫ থেকে ৬০ টাকায়। আর নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৬ টাকায়। মাঝারি মানের বিআর-২৮ চাল ৪৩ টাকা, স্বর্ণা ৩৬ টাকা, পাইজম বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকায়। সুগন্ধি চাল ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চালের বাড়তি দামের বিষয়ে জানতে চাইলে মিরপুর ১ নম্বরের আড়তদার মো. রহিম মিয়া জানান, ‘করনা ভাইরাসের কারনে পাইকারী দোকান থেকেই ক্রেতারা চাল বেশী কিনছেন। অনেক ক্রেতারা সরাসরি আড়ত থেকেও অর্ডার দিয়ে চাল কিনে নিয়ে মজুদ করছেন। এতে করে আমরা ব্যবসায়ীরা টাকা দিয়েও আড়ত থেকে চাল পাচ্ছি না।মহাজনেরাও আমাদের কাছে চালের দাম বেশি রাখছেন, আমাদেরও তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
ডিম ১ ডজন ছিল ৯৫ টাকা। এখন বেড়ে হয়েছে ১১০ টাকা।
সবজির বাজারও চড়া। মিরপুরের বিভিন্ন কাঁচা বাজার ঘুড়ে দেখা যায়, প্রতিট সবজিতেই ৫ থেকে ১০ টাকা পর্যন্তও বেড়ে গেছে। বাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা, বেগুন ৮০ টাকা, শিম ৭০ টাকা, টমেটো ৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, করোলা ৮০ টাকা, পটল ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা এক গৃহীনী পিংকি খানের সঙ্গে কথা হলো। তিনি বললেন,“ বাসার বাজার নিয়মিত আমিই করে থাকি। গত ৩-৪দিনে দেখলাম প্রতিদিন-ই সবকিছুর দাম একটু একটু করে বাড়ছে। করোনা ভাইরাসের কারনে সামনে আরো দাম বৃদ্ধি পাবে। আবার শুনেছি, খাদ্যপন্য নাও পাওয়া যেতে পারে। তাই আমিও বেশি করে কিনে মজুদ রাখার জন্য আজ বাজারে এসেছি। যদি আমাকেও করোনার কারনে হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়ে! তখন কে বাজারে আসবে, আর কে বাজার দিয়ে আসবে? আর বেশী দামে কিনবোই বা কেমন করে। তাই অনেক বাজার একসংগে কিনে রাখছি।”
বাজার ঘুরে দেখা গেলো, অনেক সবজি বিক্রেতারাও বলছেন- “কালকে আর মাল আইব কিনা ঠিক নাই। এখনো কম দামে যা আছে নিয়া লোন।”
বাজারে আসা চাকুরীজীব মোহাম্মদ হাছান বললেন“ আসলে এই মুহুর্তে বাজার মনিটরিং করা বেশী প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তা না হলে সামনের সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের লাগাম টেরে রাখা যাবেনা।