আন্তর্জাতিক

করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৮২৮

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মুত্যুর সংখ্যা হয়েছে ৩ হাজার ৮২৮ জন।

শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ১১৯ জন। চীনের বাইরে নিহত হয়েছে ৭০৯ জন।

এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৩৫ জন। চীনের বাইরে ২৯ হাজার ২৪২ জন। আক্রান্তদের মধ্যে ৬ হাজার ১২৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত মোট ৬২ হাজার ২৪০ জন সুস্থ হয়েছে।

সোমবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪০ জন এবং মারা গেছে ২২ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৮০ হাজার ৭৩৫ জন এবং মারা গেছে ৩ হাজার ১১৯ জন।

হুবেই প্রদেশের রাজধানী উহান, সেখানাকার একটি জীবন্ত প্রাণী বিক্রির বাজার থেকে ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীন হুবেই প্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই অঞ্চলের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।

চীনের সবগুলো প্রদেশসহ বিশ্বের ১০৭টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ২৯ হাজার ২৪২ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে ইটালিতে ৭ হাজার ৩৭৫ জন। যা চীনের বাইরে সর্বোচ্চ।

ভাইরাস সংক্রমণের কারণে চীন ভ্রমণে সতর্কতা, নিষেধাজ্ঞা জারি এবং কড়াকড়ি আরোপ করেছে বিশ্বের প্রায় সকল দেশ। ভাইরাসের কারণে, বিশ্বের অনেক দেশ তাদের নাগরিকদের চীন ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। চীনে অধিকাংশ বিমান সংস্থার ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়া বাংলাদেশেও করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনজন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এদের মধ্যে দুই পুরুষ ও একজন নারী।

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে-

নিহত হওয়া দেশগুলোর মধ্যে ইটালিতে ৩৬৬, ইরানে ১৯৪, দক্ষিণ কোরিয়ায় ৫১, যুক্তরাষ্ট্র ২২, ফ্রান্স ১৯, স্পেন ১৭, জাপান ৭, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৭, ইরাক ৬, হংকং ৩, অস্ট্রেলিয়া ৩, যুক্তরাজ্য ৩, নেদারল্যান্ড ৩, সুইজারল্যান্ড ২, ফিলিপাইন, মিশর থাইল্যান্ড, সান ম্যারিনো, আর্জেন্টিনা ও তাইওয়ানে ১ জন করে।

এছাড়া করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে-

চীনে ৮০ হাজার ৭৩৫ জন, দক্ষিণ কোরিয়া ৭ হাজার ৩১৩, ইটালি ৭ হাজার ৩৭৫, ইরান ৬ হাজার ৫৬৬,  ফ্রান্স ১ হাজার ২০৯, জার্মানি ১ হাজার ৪০, স্পেন ৬৭৪, যুক্তরাষ্ট্র ৫৩৮, জাপান ৫০২, সুইজারল্যান্ড ৩৩৭, যুক্তরাজ্য ২৭৩, নেদারল্যান্ড ২৬৫, সুইডেন ২০৩, বেলজিয়াম- ২০০, নরওয়ে ১৭৬, সিঙ্গাপুর ১৫০, হংকং ১১৫, অস্ট্রিয়া ১০৪, মালয়েশিয়া ৯৯, বাহরাইন ৮৫, অস্ট্রেলিয়া ৮০, গ্রীস ৭৩, কানাডা- ৬৪, কুয়েত ৬৪,  ইরাক ৬০, আইসল্যান্ড ৫৮, মিশর ৫৫, থাইল্যান্ড- ৫০, তাইওয়ান ৪৫, আরব আমিরাত ৪৫, ভারত ৪৩, ইজরাইল ৩৯, সান ম্যারিনো ৩৬, ডেনমার্ক ৩৫, লেবানন ৩২, চেক রিপাবলিক ৩২, পর্তুগাল ৩০, ভিয়েতনাম ৩০, ব্রাজিল ২৫, ফিনল্যান্ড ২৫, আয়ারল্যান্ড ২১, আলজেরিয়া ২০, প্যালেস্টাইন ১৯, রাশিয়া ১৭, ওমান ১৬, স্লোভেনিয়া ১৬, কাতার ১৫, রোমানিয়া ১৫, সৌদি আরব ১৫, ইকুয়েডর ১৪, জর্জিয়া ১৩, আর্জেন্টিনা ১২, ক্রোয়েশিয়া ১২, পোল্যান্ড ১১, ফিলিপাইন ১০, ম্যাকাও ১০, এস্তোনিয়া ১০, চিলি ১০, আজারবাইজান ৯, মেক্সিকো ৭, পাকিস্তান ৭, হাঙ্গেরি ৭, বেলারুশ ৬, ইন্দোনেশিয়া ৬, পেরু ৬, ডমিনিকান রিপাবলিক ৫, লুক্সেমবার্গ ৫, নিউজজিল্যান্ড ৫, কোস্টারিকা ৫, ফ্রেন্স গায়ানা ৫, স্লোভাকিয়া ৫, আফগানিস্তান ৪, সেনেগাল ৪, বুলগেরিয়া ৪, মালদ্বীপ ৪, লাটভিয়া ৩, উত্তর ম্যাসেডোনিয়া ৩, বাংলাদেশ ৩, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ৩, মাল্টা ৩, দক্ষিণ আফ্রিকা ৩, কম্বোডিয়া ২, মরোক্কো ২, তিউনিশিয়া ২, আলবেনিয়া ২, ক্যামেরুন ২, ফারো আইল্যান্ড ২, সেইন্ট মার্টিন ২, অ্যান্ডোরা, আর্মেনিয়া, জর্ডান,  লিথুনিয়া, মোনাকো, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, ইউক্রেন, ভুটান, কলম্বিয়া, জিব্রাল্টার, ভ্যাটিকান সিটি, লিচেনস্টেইন, মালদোভা, প্যারাগুয়ে, সেন্ট বার্থ, সার্বিয়া ও টোগোতে ১ জন করে। এর বাইরে ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৬৯৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button