আন্তর্জাতিক
লুক্সেমবার্গে গণপরিবহনে যাতায়াত ফ্রি
গণপরিবহনে যাতায়াত সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে লুক্সেমবার্গের সরকার। যানজট কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। বিশ্বে প্রথম এ ধরনের পদক্ষেপ নিল ইউরোপের দেশটি।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) অধিবর্ষের দিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানা গেছে সংবাদ সংস্থা এএফপির দেয়া তথ্যে। বিশ্বে গণপরিবহনে নাগরিকদের বিনামূল্যে য়াতের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত লুক্সেমবার্গই প্রথম।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বেশিরভাগ মানুষ যদি নিজেদের গাড়ির পরিবর্তে গণপরিবহণ ব্যবহার করে, তবে যানজট অনেক কমে যাবে। এছাড়া প্রতিদিন গণপরিবহনে যাতায়াত করলে নাগরিকদের ১১০ ডলার খরচ সাশ্রয় হবে।