রাজনীতি

যুব মহিলা লীগের নেতৃত্ব হারাচ্ছেন নাজমা-অপু ?

যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়ার কার্যকলাপে  দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। এর  মধ্যে এ সংগঠনের শীর্ষ নেতৃৃত্ব নিয়েও  প্রশ্ন উঠেছে। তারই ধারাবাহিকতায় যুব মহিলা লীগের দুই শীর্ষ নেতা নাজমা আকতার ও অপু উকিলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন সংগঠনের নেতা-কর্মীরা।

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক অপু উকিল ২০০৪ সালে এ সংগঠনের জন্মলগ্ন থেকেই এর নেতৃত্বে রয়েছেন। একদম শুরু থেকেই দলটির  নেতৃত্বে ছিলেন এই যুগল। তবে, তাদের আনুসারী ও যুব মহিলা লীগের সদ্য বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া গ্রেফতার হওয়ার পর তাদের নেতৃত্বে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

আওয়ামী লীগের নীতি নির্ধারনী পর্যায়ে কথা বলে জানা গেছে, যুব মহিলা লীগকে শিগগিরই ঢেলে সাজানো হতে পারে। সে ক্ষেত্রে নাজমা আক্তার ও অপু উকিলেরও  নেতৃত্ব হারানো হতে পারে। এ দুজনের ওপর সাধারণ নেতা-কর্মীরা ক্ষুব্ধ। তাদের নেতৃত্বের ব্যর্থতা নিয়ে আওয়ামী লীগের সব পর্যায়ে আলোচনা চলছে। বিষয়টি আওয়ামী লীগের নীতি-নির্ধারনী পর্যায়কে জানানো হয়েছে বলে জানা গেছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button