জাতীয়

আবারো বাড়লো বিদ্যুতের দাম; মার্চ থেকে কার্যকর

আবারো পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে।পাশাপাশি বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের চতুর্থ তলায় বিইআরসি’র অডিটোরিয়ামে বিদ্যুতের নতুন এ দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল।

পাইকারিতে প্রতি ইউনিট ৪ দশমিক ৭৭ বেড়ে ৫ দশমিক ১৭ টাকা আর খুচরায় প্রতি ইউনিট ৬ দশমিক ৭৭ থেকে বেড়ে ৭ দশমিক ১৩ টাকা করা হয়েছে। এ হিসাবে পাইকারিতে বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ আর খুচরায় বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ।

এছাড়াও বিদ্যুতের সঞ্চালন মূল্যহার গড়ে ০ দশমিক ২৭৮৭ টাকা/ বিদ্যুৎ বিতরণ ব্যয় কিলোওয়াট ঘণ্টা প্রতি (কি.ও.ঘ) ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে ০ দশমিক ২৯৩৪ টাকা করা হয়েছে। নতুন এ বিদ্যুতের দাম আগামী মাস থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button