জাতীয়

ওমরাহ যাত্রীদের সৌদি আরব প্রবেশে স্থগিতাদেশ জারি

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপে আতঙ্কিত পুরো বিশ্ব। এর মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের ২৫ টিরও বেশি দেশে। মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত ২৮০৩ জন মানুষ।

এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের বিস্তারের আশঙ্কায় ওমরাহ যাত্রী ও মসজিদে নববি সফর করতে আগ্রহীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববিতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

এতে আরো বলা হয়, যেসব দেশে করোনা ভাইরাজ বিপদ হিসেবে দেখা দিয়েছে, ওইসব দেশের পর্যটকদের জন্য ভিসা স্থগিত করা হয়েছে। এছাড়া জাতীয় আইডি কার্ড ব্যবহার করে সৌদি আরব থেকে জিসিসি দেশগুলোতে যাতায়াতও স্থগিত করা হয়েছে।

পরবর্তী নির্দেশ দেয়ার আগ পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button