জাতীয়

প্রধানমন্ত্রীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপস্থাপনা পর্যবেক্ষণ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের সোনারগাঁও-বুয়েট লিংকের হাতিরঝিল অংশের রি-অ্যালাইনমেন্টের উপস্থাপনা অবলোকন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ উপস্থাপনা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পাওয়ার পয়েন্টের মাধ্যমে এ উপস্থাপনা তুলে ধরা হয়।

সভায় প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন প্রকল্প বিশেষজ্ঞ কমিটির সদস্য প্রফেসর শামসুল হক। প্রকল্পটি তিনটি ধাপে বাস্তবায়ন হচ্ছে। প্রথম ধাপ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত। দ্বিতীয় ধাপ, বনানী রেলস্টেশন থেকে মগবাজার ক্রসিং এবং তৃতীয় ধাপ, মগবাজার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত।

সভায় জানানো হয়, প্রকল্পের সার্বিক অগ্রগতি ১৮ শতাংশ। প্রথম ধাপের অগ্রগতি ৫৫ শতাংশ। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও প্রেস সেক্রেটারি এহসানুল করিম উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button