রাজনীতি

খালেদা জিয়া বাংলা ভাষাকে কতটুকু ধারণ করেন সেটিই হচ্ছে প্রশ্ন: তথ্যমন্ত্রী

সরকার ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকে লুণ্ঠিত করে একদলীয় শাসন কায়েম করেছে; বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাব দিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ফখরুল সাহেব সবসময় এমন কথা বলেন। কিন্তু তাদের নেত্রী খালেদা জিয়া বাংলা ভাষাকে কতটুকু ধারণ করেন সেটিই হচ্ছে প্রশ্ন। কারন বেগম জিয়ার মেট্রিকের রেজাল্ট উর্দুতে পাস, বাংলায় ফেল। বাংলা ভাষার প্রতি খালেদা জিয়ার ভালোবাসা রয়েছে কি-না তা নিয়ে সন্দেহ রয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ আরও বলেন, তারা শুধু তাদের নেত্রীর মুক্তির আন্দোলন নিয়ে কথা বলে। গণমানুষের দাবি নিয়ে তো তাদের কোনো কর্মসূচি নেই।

আজকের এই দিনে আমাদের অঙ্গীকার এই দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত করা। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে নিবন্ধিত করতেও আমরা কাজ করছি বলে জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আরো পড়ুন

https://newsnowbangla.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

 

Related Articles

Leave a Reply

Back to top button