শুক্রবার সকাল থেকে ইরানের ‘ঐতিহাসিক’ পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ
শুক্রবার সকাল থেকে ইরানের ‘ঐতিহাসিক’ পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। দেশের জন্য গুরুত্বপূর্ণ ‘ঐতিহাসিক’ ভোটে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।
পার্লামেন্টের ২৯০টি আসনের জন্য সাত হাজার ১৪৮ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনে মোট ভোটার ৫ কোটি ৮০ লাখ। একই দিনে ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনও অনুষ্ঠিত হবে।এদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় শেষ হচ্ছে প্রার্থীদের প্রচারণা। এ কারণে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। শহর-গ্রামের রাস্তার দুই পাশে, অলিগলিতে বুধবার সবচেয়ে বেশি পোস্টার চোখে পড়েছে। এছাড়া প্রার্থী ও কর্মীদেরকে বুধবারও নিজেদের কর্মসূচিসহ নানা পরিকল্পনা তুলে ধরে ভোট চাইতে দেখা গেছে।
প্রসঙ্গত, প্রতি চার বছর পরপর ইরানে পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে ইরানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেকোনো নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হলেই তিনি ভোটার হিসেবে গণ্য হন।