খেলা

যুবাদের রাজকীয় সংবর্ধনা

টাইগার যুবাদের রাজকীয় সংবর্ধনা দেয়া হল। তারা হোম অব ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে পৌঁছালে বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে এ সংবর্ধনা দেয়া হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তারা মিরপুরে পৌঁছে। এর আগে বিকেল পৌনে পাঁচটার দিকে বাংলাদেশ দলকে বহনকালী এমিরেটাস এয়ারলাইনসের বিমানটি রানওয়েতে পৌঁছলে সেখানে ওয়াটার স্যালুট দিয়ে বরণ করে নেয়া হয়।

এরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এরপর তারা হাইপারফরম্যান্স টিমে থাকবে, এরপর পর্যায়ক্রমে অনূর্ধ্ব-২৩ এবং এ দলের হয়ে খেলবে। তাদের খেলায় রাখার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।

বিমানবন্দর থেকে ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয় মিরপুর স্টেডিয়ামে। সেখানে তাদের লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button