পুঁজিবাজারে বিনিয়োগ করবে রাষ্ট্রীয় চার ব্যাংক
দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সোনালী ব্যাংকের সম্মেলন কক্ষে পুঁজিবাজারের সমস্যা সমাধানে সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা বৈঠকে বসেন। বৈঠকে পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে উপস্থিত সবাই ইতিবাচক মতামত দিয়েছেন। পুঁজিবাজারের বিদ্যমান অস্থিরতা কাটিয়ে উঠতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
সোনালী ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে অন্যান্য নিয়মিত বিষয়ে আলোচনার পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টিও পর্যালোচিত হয়।
এদিকে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশের পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩১ পয়েন্টে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ্ সূচক দশমিক ১৮ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৮২ ও ১৬৪৭ পয়েন্টে।
ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৩০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৩৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি টাকার।
এদিন ৩৪৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১৩১টির এবং ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম অপরিবর্তিত রয়েছে।
টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো-ফরচুন সুজ, ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, ডরিন পাওয়ার, আলিফ ও প্রিমিয়ার ব্যাংক।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৯২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। আজ সিএসইতে ২৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ২৬ কোটি ৫৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।