জাতীয়
মজনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মো. মজনুর বিরুদ্ধে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালত তাকে সাতদিনের রিমান্ড দেন। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক।
রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের ওপর শুনানি করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু। তবে আদালতে আসামি মজনুর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে মঙ্গলবার (০৭ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর বিমানবন্দর সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।