শতবর্ষী সেই আওয়ামী লীগ নেতাকে গণভবনে আমন্ত্রণ
গত ২০ ডিসেম্বর আওয়ামী লীগের ছিল ২১ তম জাতীয় সম্মেলন। সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সম্মেলনে যোগ দিতে এসেছেন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। কনকনে শীতে হাজার নেতা-কর্মীর সাথে লাঠি ভর দিয়ে সম্মেলনে যোগদান করেন কুষ্টিয়ার ১০৪ বছর বয়সী ইসহাক আলী মাস্টার।
সম্মেলনে যোগদানের আমন্ত্রন পত্র হাতে শতবর্ষী ইসহাক আলী মাস্টারের লাঠি ভর দিয়ে সম্মেলনে আসার সেই ছবি পত্র-পত্রিকা, টিভির পর্দা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই শতবর্ষী আওয়ামী লীগ নেতা ইসহাক আলী মাস্টারকে গণভবনে ডেকে নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মাধ্যমে তাকে ডেকে নেন দলীয় সভানেত্রী। এসময় ১৯৫০ সালে যশোরে জাতির পিতার জনসভার স্মৃতিচারণ মনোযোগ দিয়ে শোনেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জানান, শতবর্ষী আওয়ামী লীগ নেতা ইসহাক আলী মাস্টারকে গণভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি তার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। ১৯৫০ সালে জাতির পিতা যশোর সফর করেছিলেন। সেই সময় মঞ্চে কে কে উপস্থিত ছিলেন এবং সেই দিন ভাষণে কি বলেছিলেন সেসব স্মৃতিচারণ প্রধানমন্ত্রী তার কাছ থেকে শোনেন। এক পর্যায়ে শতবর্ষী ইসহাক আলী মাস্টার আবেগে আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করেন। এছাড়া গণভবনে আমন্ত্রণ জানানোর জন্য তাকে ধন্যবাদ জানান শতবর্ষী এই আওয়ামী লীগ নেতা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের মতো বঙ্গবন্ধুপ্রেমী আছে বলেই আওয়ামী লীগের ভীত এতো শক্ত। ইসহাক আলী মাস্টারের সঙ্গে ছিলেন তার ছেলে ও ছেলের বউ।