পুঁজিবাজার
পূঁজিবাজারের লেনদেনে খরা
লেনদেনে খরাতেই আছে দেশের পুঁজিবাজারে। ডিএসইতে দৈনিক লেনদেন নেমে এসেছে আড়াই শ’ কোটি টাকার ঘরে।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ২০৩টির, আর ৫৬টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৪১৭ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল মাত্র ২৫৪ কোটি ৩৮ লাখ টাকা।
সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৭৭টির, আর ৩৪টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।