জাতীয়
পিইসিতে বহিস্কৃত সব শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার নির্দেশ হাইকোর্টের
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বহিষ্কৃত ১৫ শিক্ষার্থী সহ বহিস্কৃত সকল শিক্ষার্থীর পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে তলব করেছেন আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এসব আদেশ দেন। আইনজীবী জামিউল হক ফয়সাল আদালতে বলেন, বহিষ্কৃত শিক্ষার্থীদের বয়স ১০-১১ বছর। এ বয়সের একটি শিশুকে বহিষ্কার করা তার মানসিক জগতে প্রভাব ফেলবে। তাদের বহিষ্কার করা উচিত হয়নি। তাদের বহিষ্কার না করে অন্য কোনও উপায় অবলম্বন করা যেতে পারতো বলে মন্তব্য করেন আদালত।
১৯ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনাম নামে সংবাদ প্রকাশ হয়।