মায়ানমার ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দ্বিপক্ষীয় বৈঠক
গত ৯ ডিসেম্বর, ২০১৯, রাজধানী নেপিতো-এ মায়ানমার সেনাবাহিনী প্রধান এবং তাদের প্রতিনিধিদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় । উক্ত মিটিং এ মায়ানমার বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিল। আলোচনার মূল বিষয়গুলি হচ্ছে:
(১) যে কারণে রোহিংগারা মায়ামনমারে ফেরত যেতে নিরুৎসাহীত হচ্ছে তা তুলে ধরা হয়। এই লক্ষ্যে মায়ানমার কর্তৃক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, ASIAN Humanitarian Emergency Response Team এবং রোহিংগাদের প্রতিনিধি কে খুব শীঘ্রই settlement এলাকা পরিদর্শনের আমন্ত্রণ জানাবে বলে জানায়।
(২) বাংলাদেশ কর্তৃক বাংলাদেশ-মায়ানমার সীমান্তে পরিকল্পিত বর্ডার রোড নির্মানে মায়ানমার সেনাবাহিনী ও বিজিপি কর্তৃক সর্বাত্বক সহযোগিতার নিশ্চয়তা দেয়।
(৩) বাংলাদেশ-মায়ানমার সীমান্তে স্থল মাইন এবং আইইডি (IED) এর উপস্হিতিতে বাংলাদেশের উদ্বেগ এর বিষয়টি জানানো হয়।
(৪) মায়ানমার সামরিক হেলিকপ্টার এবং ড্রোন কর্তৃক বাংলাদেশের আকাশ সীমা লংঘনের বিষয় তুলে ধরা হয়। সেইন্ট মার্টিন দ্বীপে ও তাদের ড্রোন পাঠানোর বিষয় তলে ধরে বাংলাদেশের উদ্বেগ এর কথা জানানো হলে এবিষয়ে তারা যথাযথ ব্যবস্থা নিবে বলে জানায়।
(৫) সীমান্ত এলাকার মায়ানমারের অভ্যন্তরে মাদক কারখানার উপস্থিতি এবং সেই মাদক বাংলাদেশে প্রবেশে বাংলাদেশের উদ্বেগ এর বিষয়টি জানানো হয়। মাদক পাচারের বিরুদ্ধে মায়ানমার সেনাবাহিনী সহযোগিতার আশ্বাস দেয়।
(৬) বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় যেকোন উদ্ভূদ পরিস্থিতিতে একে অপরের সাথে যোগাযোগ এর মাধ্যমে ভুল বুঝাবুঝি নিরসনে কাজ করতে সন্মত হয়। মায়ানমার সেনাবাহিনী কেবল মাত্র Counter Insurgency Operation এর জন্য সীমান্ত এলাকায় তাদের সৈন্য সমাবেশ ঘটায় বলে জানায়। তারা কখনও দুই দেশের সীমানা অতিক্রম না করার বিষয়ে আশ্বস্থ করার চেষ্টা করে।
(৭) বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় যেহেতু মায়ানমার সেনাবাহিনী Counter Insurgency Operation পরিচালনা করছে, তাই তারা বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্য চেয়েছে যে, যখন মায়ানমার সেনাবাহিনী বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় Counter Insurgency Operation পরিচালনা করবে তখন বাংলাদেশ সেনাবাহিনী যেন বাংলাদেশ ভূখন্ডে থেকে সীমান্ত এলাকায় তাদের কে সহায়তা করে যাতে তাদের Insurgent group তাড়া খেয়ে বাংলাদেশ ভূখন্ডে এসে আস্রয় নিতে না পারে।
(৮) দুইদেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষন এর ক্ষেত্রে exchange program বৃদ্ধি, বিভিন্ন পর্যায়ের সৌজন্যমূলক ভিজিট বৃদ্ধি ইত্যাদি আলোচনা হয়।