জাতীয়

চলে গেলেন অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়

জঙ্গিদের হাতে নিহত ব্লগার অভিজিৎ রায়ের বাবা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক অজয় রায় আজ সকালে মারা গেছেন। দীর্ঘদিন রোগ ভোগের পরে আজ( সোমবার) সকালে বারডেম হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

চার বছর আগে জঙ্গিদের হাতে প্রাণ হারানো লেখক ব্লগার অভিজিৎ রায়ের বাবা অজয় রায় গত ২৮শে অক্টোবর আদালতে গিয়ে ছেলে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৫শে নভেম্বর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। ধীরে ধীরে শ্বাসকষ্ট বাড়লে তাকে কৃত্রিম শ্বাস দিয়ে রাখা হয়।

একুশে পদকপ্রাপ্ত পদার্থবিদ অজয় রায়ের দুটি গবেষণা নোবেল কমিটিতে আলোচিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে অবসরে গিয়ে বিশ্ববিদ্যালয়টির ইউজিসি অধ্যাপকও ছিলেন অজয় রায়। মুক্তিযোদ্ধা অজয় রায়ের সক্রিয় অংশগ্রহণ ছিল ভাষা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানেও।

২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি একুশের বইমেলা থেকে বেরিয়ে হত্যাকাণ্ডের শিকার হন অজয় রায়ের বড় ছেলে অভিজিৎ রায়।

Related Articles

Leave a Reply

Back to top button