খেলা

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে উচ্ছ্বসিত সালমান-ক্যাটরিনা

বঙ্গবন্ধু বিপিএলের  উদ্বোধনী দিনে আজ মঞ্চে পারফর্ম করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন বজরঙ্গী ভাইজান খ্যাত সালমান ও ক্যাটরিনা কাইফ।

রোববার রাত ৮টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের সামনে এক ফ্রেমে ধরা পড়েন তারা। এ সময় টেলিভিশনের পর্দায় হাস্যোজ্বল দেখা যায় প্রধানমন্ত্রীকে; তাকে পেয়ে উচ্ছ্বাস করতে দেখা যায় সালমান-ক্যাটকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান পাশ থেকে প্রধানমন্ত্রীর ডান হাত ধরে রেখেছিলেন সালমান, আর বাম পাশে ক্যাটরিনা। ক্যাটকে শেখ হাসিনার বাম হাত ধরে হাসি ঝরাতে দেখা গেছে প্রেসিডেন্ট বক্সের সামনে। প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন নাজমুল হাসান পাপন।

এর আগে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুপুর বারোটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলিউডের এই বিখ্যাত দুই তারকা

Related Articles

Leave a Reply

Back to top button