অর্থ বাণিজ্য

চালের বাজার চড়া, নিয়ন্ত্রণে নেই পেঁয়াজ

 

এখনো নিয়ন্ত্রনহীন পেঁয়াজের বাজার। গেল সপ্তাহের চেয়ে দেশী পেঁয়াজের দাম বাড়তি। বেড়েছে মিনিকেট চালের দর। শীতের সবজির যোগান বেড়েছে। দরও ক্রেতার নাগালে।
রাজধানীর কারওয়ান বাজারের আড়তে দেশী-বিদেশী হরেক রকম পেঁয়াজই আছে । তবে দাম এখনো ক্রেতার নাগালের বাইরে। দেশী পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। দেশি নতুন পেঁয়াজ ১৮০ টাকা, আমদানি করা মিয়ানমারের পেঁয়াজ ২০০ টাকা আর চিনের পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এখনো পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে নাা আসায় কিছুটা হতাশ ক্রেতারা। তবে অনেকেই বলছেন, পেঁয়াজ ছাড়া রান্নার রেসিপি শিখে নিয়েছেন তারা।
কাঁচাবাজারে ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। নতুন আলুর কেজি ৫০ টাকা । টমেটো ১শ টাকায় বিক্রি হলেও সীম, লাউ, বেগুন-পটল ৪০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।
এদিকে হাঠাৎই চড়েছে চালের বাজার। সরকারি হিসাবেই গত এক মাসের ব্যবধানে প্রতিকেজি চালে দাম বেড়েছে ৪ টাকা। গত ৬ নভেম্বর যে চাল (মোটা চাল) কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি হয়েছে, সেই চাল ডিসেম্বরের ৬ তারিখে বিক্রি হচ্ছে ৩৪ টাকা দরে।
তবে সবরকম মাছের দর স্বাভাবিক আছে। দামের হেরফের হয়নি গরু ও খাসির মাংশ এবং মুরগির দাম।

Related Articles

Leave a Reply

Back to top button