আরো একবার বাংলাদেশকে অনুকরণ করলো পাকিস্তান
আরো একবার বাংলাদেশকে অনুকরণ করলো পাকিস্তান
আরো একবার বাংলাদেশকে অনুকরণ করলো পাকিস্তান। এবার বাংলাদেশের অনুকরনে ‘ডিজিটাল পাকিস্তান’ গড়ার আন্দোলনে নেমেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি। এসময় ইমরান খান বলেন, জনগণকে আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব এখন অনেক দূর এগিয়ে গেলেও পাকিস্তান পিছিয়ে রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন ইমরান। পাকিস্তানে বিপুল সংখ্যক যুব-জনশক্তি রয়েছে উল্লেখ করে তাদেরকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান তিনি সাবকে ক্রিকেটার প্রধানমন্ত্রী ইমারন খান।
তেহেরিক ই ইনসাফ সরকারের ডিজিটাইজেশন কর্মসূচির অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হলো।
ইমরান বলেন, নারীরাও প্রযুক্তি খাতে ভূমিকা রাখতে পারে এবং কর্মসংস্থানেরও ব্যবস্থা হতে পারে। ই-কমার্স ও ই-গভর্নেন্সের ওপরও গুরুত্বারোপ করেন ইমরান। ডিজিটাইজেশন চালুর ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছেন বলেও স্বীকার করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।