কমতে শুরু করেছে পেঁয়াজের দাম
কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এ প্রবণতা অব্যহত থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে, দাম বেড়েছে ডাল, চিনি এবং ভোজ্য তেলের। সরবরাহ কমে যাওয়ায় পন্যের দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। তবে, দাম উঠা-নামার জন্যে সিন্ডিকেটকে দায়ী করেন ক্রেতারা। বাজারে উঠেছে প্রচুর শীতকালীন সবজি। মাছের সরবরাহও বেশ। রাজধানীর কারওয়ানবাজারের পেঁয়াজের আড়ত। কয়েকদিন আগেও ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর ছিল। দামও ছিলো আকাশচুম্বি।
দেশি পেয়াঁজ আসছে বাজারে। বেড়েছে সরবরাহ। এর প্রভাব এখন বাজারে। তাই দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজের দর ২১০ থেকে ২২০ টাকা। পাকিস্তানি ১৭০, চীনা ১২০ আর মিশরের পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে হঠাৎ করে ডাল ও ভোজ্যতেল সয়াবিনের দাম বেড়ে গেছে। ভাল মানের মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে ৭ থেকে ৮ টাকা। পাইকারী পর্যায়েও দাম বেড়েছে।
সয়াবিন তেলের ৫লিটার কনটেইনার বিক্রি হতো ৪৩০ টাকায়। বর্তমান মূল্য ৪৬০ টাকা। মুগডালে দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ টাকা।
বাজারে সবজির সরবরাহ ভালো। পটলের কেজি ৪০, বরবটি ৬০, সিমের কেজি ৩০ থেকে ৪০ টাকা। এছাড়া ফুল কপি ৩০, বাধাকপি ৩৫ টাকায় বিক্রি হচ্ছে ।