অর্থ বাণিজ্য

ভারত থেকে আর পাট বীজ আনবো না: কৃষিমন্ত্রী

আগামী তিন বছর পর ভারত থেকে আমরা পাট বীজ আনবো না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, আমরা পাট বীজ নিজেরা উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ হওয়ার রোডম্যাপ করেছি।

পাশ্ববর্তী দেশসহ অন্য কোনো দেশের ওপরে আমরা নির্ভরশীল থাকবো না। একই সঙ্গে পাট জাতীয় সব পণ্যে ২০ শতাংশ প্রণোদনা দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

 

রোববার (০৬ মার্চ) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম। এ বছর পাট দিবসের প্রতিপাদ্য হলো, ‘সোনালী আঁশের সোনার দেশ পরিবেশবান্ধব বাংলাদেশ। ’

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কৃষি পণ্য রপ্তানিতে ২০ শতাংশ প্রণোদনা দিয়েছে। এ প্রণোদনা শাক, সবজি, ফল রপ্তানি করে রপ্তানিকারকরা পান। কিন্তু একটি সমস্যা হয়েছে পাট খাতে একটি টায়ার করা হয়েছে সেখানে সাড়ে ৭, ১২ ও ২০ শতাংশ এভাবে পেয়ে থাকে। সবাই ২০ শতাংশ পায় না। আমি পাটমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাকে সহযোগিতা করবো।

তিনি বলেন, কৃষি পাট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে বসে আমাদের সমস্যাগুলো চিহ্নিত করি এবং প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা করে পাট শিল্পকে কীভাবে আরও উৎসাহিত করা যায়। দেশের পাট শিল্পের যে সম্ভাবনা রয়েছে, যেটা কাজে লাগাতে পারি। একই সঙ্গে এখাতে বিপ্লব ঘটিয়ে ভারতের সঙ্গে যে প্রতিযোগিতা সেটা মোকাবিলা করে আমাদের শ্রেষ্ঠ সোনালী আঁশ পুনরুদ্ধার করতে পারি এবং আন্তর্জাতিক বাজারে যাতে আমরা টিকে থাকতে পারি। সেধরনের একটি কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের আগে জমিতেই পাট বীজ হতো। এখন ভারত শীত মৌসুমে কিছু বীজ উৎপাদন করে রপ্তানি করে। আমরা চেষ্টা করছি আমাদের বিজ্ঞানীরা ভারতের জাতের চেয়ে উন্নত জাতের বীজ আবিষ্কার করেছে। চাষিদের কাছে যাচ্ছে। এ বীজের উৎপাদনশীলতা ও আঁশ ভালো। আশা করছি আগামী তিন বছর পরে ভারত থেকে আমরা পাট বীজ আনবো না। আমরা রোড ম্যাপ করেছি পাট ও পেঁয়াজের বীজ নিজেরা উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়। এটা করা সম্ভব ইনশাল্লাহ আমরা কর্মসূচি নিয়েছি, রোডম্যাপ করেছি আগামী ৩, ৪, ৫ বছরের মধ্যে এই ফসলে স্বয়ংসম্পূর্ণ হবো। পাশ্ববর্তী দেশসহ অন্য কোনো দেশের ওপরে আমরা নির্ভরশীল থাকবো না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button