ছুটির দিনে পেঁয়াজের দামে বাড়বাড়ন্ত
পেঁয়াজের বাজারে দামের পাগলা ঘোড়া ছুটছেতো ছুটছেই। অভিযান, বাণিজ্য মন্ত্রণালয়ের আশ্বাস, বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির পরও দামর লাগাম টানা যাচ্ছে না। ছুটির দিনের বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ২১০ থেকে ২২০ টাকা কেজি ।
শুক্রবার সকালে কারওয়ানবাজারে গতকালের চেয়ে বাড়তি পেঁয়াজের দাম। ভালো মানের দেশি পেঁয়াজের দাম ২২০ টাকা ছাড়িয়েছে।
দেশি পেঁয়াজের মতোই লাফিয়ে বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। গতকালের চেয়ে আজ সব পেঁয়াজেরই দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।
ভারত গত ১৩ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে টনপ্রতি ন্যূনতম মূল্য ৮৫০ মার্কিন ডলার বেঁধে দেয়। এর পর থেকে দেশের বাজার অস্থির হয়ে ওঠে।
আড়ৎদাররা বলছেন, বাজারে পেঁয়াজইতো নেই, তাই দামও বাড়ছেই। আর বাড়তি দামে কিনতে গিয়ে নাভিশ্বাস ক্রেতাদের।
শুক্রবারেরর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এক পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, পাতা কপি প্রতি পিস ৪০ টাকা, প্রতি কেজি সিম ৬০ ওল কপি ৬০, বেগুন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে বেড়েছে আদা ও রসানের দর। তবে স্বাভাবিক আছে মাছ ও মাংসের বাজার।