আন্তর্জাতিক

জরুরী অবস্থায় জলবায়ূ: গবেষণা রিপোর্ট

পৃথিবীর বর্তমান অবস্থাকে জলবায়ুর জরুরি অবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন একদল বিজ্ঞানী। দীর্ঘ ৪০ বছরের গবেষণার পর ১৫৩টি দেশের এগারশ’ বিজ্ঞানী জানান, জলবায়ু পরিবর্তনের কারণে মৃত্যুর হুমকির মুখে রয়েছে বিশ^বাসী। এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে অবস্থার আরো অবনতি হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
পৃথিবীর একপ্রান্তে যেমন পুড়ছে হাজার হাজার মাইল বনাঞ্চল, ঠিক অপর প্রান্তে গলে যাচ্ছে বরফ। আবার শক্তিশালী ঘূর্ণিঝড়, সাইক্লোনের কবলে পড়ছে উপকূলীয় অঞ্চল। একই সাথে জলবায়ুর এতো পরিবর্তনে হুমকির মুখে পড়েছে জনজীবন।
ভয়াবহ এ পরিস্থিতিকে ক্লাইমেট ইর্মাজেন্সি হিসেবে আখ্যায়িত করেছে বিজ্ঞানীরা। দীর্ঘ ৪০ বছর ধরে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে ১৫৩টি দেশের ১১০০ বিজ্ঞানী গবেষণার পর জানান, পৃথিবী এখন পার করছে জলবায়ুর জরুরি অবস্থা। যার মানে ধীরে ধীরে বসবাসের যোগ্যতা হারাচ্ছে ধরনী।
বিজ্ঞানীদের দাবি, এখনই জলবায়ু রক্ষায় এগিয়ে না আসলে মৃত্যুর হুমকির মুখে পড়বে বিশ^বাসী। বিভিন্ন দেশকে তাদের কার্বন নিসঃরণের পরিমাণ কমানো, দূষণ কমানো, জীবাশ্ম জ্বলানীর ক্ষয়রোধ, বনভূমি উজাড় বন্ধ, জনসংখ্যা বৃদ্ধি হ্রাসে এখনই শক্তিশালী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞানীরা।
তবে জলবায়ু পরিবর্তনের হুমকির কথা বিশ্বনেতাদের জানিয়ে কার্যকরী কোনো পদক্ষেপ দেখতে পাননি বিজ্ঞানীরা। উল্টো প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জলবায়ু রক্ষায় সচেতন নাগরিকদের বিক্ষোভ এক্ষেত্রে কাজে আসতে পারে বলে আশা তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button