খেলা

সাকিবের পাশে থাকবে বিসিবি: যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী

সাকিব আল হাসান কি আইসিসির নিষেধাজ্ঞার খাড়ায় পড়ছেন? আইপিএল ও বিপিএলের দুটি ম্যাচকে কেন্দ্র করে সাকিবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কাজ করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ নিয়ে করা তদন্তের শেষ পর্যায়েও আছে তারা। এ অবস্থায় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানালেন, তবে ক্রিকেট বোর্ড সাকিবের পাশে থাকবে।
তিনি বলেছেন, ধোঁয়াশা কাটবে দ্রুতই। খেলোয়াররা দেশের সম্পদ, তাদের রক্ষা করার দায়িত্ব সরকারের। সাকিব অন্যায় করেছে কিনা, করলে আইসিসি সিদ্ধান্ত নিলে, তার বিরুদ্ধে কথা বলা যায়না। তবে সাকিবের পাশে সব সময় বিসিবি আছে, থাকবে। এরইমধ্যে বিসিবি সভাপতিতে বলা হয়েছে, অন্যায়ভাবে যেন শাস্তি পেতে না হয়।’
সাকিব ভারত সিরিজে যাচ্ছেন কি-না তা এখনও নিশ্চত নয়। প্রতিমন্ত্রী বলেন, ‘সাকিবের কারণে ভারত ম্যাচের জন্য নতুন দল গঠনে কিছুটা সংশয়ে বিসিবি রয়েছে।।কারণ সাকিব থাকলে এক রকম হবে, না থাকলে আরেক রকম। তবে এ ধোঁয়াশা দ্রুতই কেটে যাবে।’
সাম্প্রতিক আন্দোলনের ফলে সাকিবের বিষয়টি সামনে আসলো কিনা জানতে চাইলে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী বলেন, খেলোয়াড়রা আন্দোলনে গিয়েছিল, সেটির সমাধানও হয়েছে। তার সঙ্গে এর কোন সম্পর্ক নেই। সাকিবের বিষয়টি অনেকদিন ধরে আইসিসি তদন্ত করছিল। আমারও বিষয়টি জানা ছিল না। বোর্ড বলেছে, তারাও জানতেন না। সাকিব বিষয়টি হালকাভাবে নিয়েছিল, কিন্তু এতো দূর গড়াবে তা বুঝতে পারেননি।’
ক্যাসিনোকান্ডে যুক্ত বিসিবিবর পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার বিষয়ে তিনি বলেন,’ বিসিবি নিজেদের নিয়ম অনুযায়ী চলে, যেহেতু লোকমানের বিষয়ে অভিযোগ এসেছে, সুতরাং তার বিরুদ্ধে অ্যাকশন নেয়া উচিত। মানুষ যেটাকে সন্দেহের চোখে দেখছে, সেটা মাথায় রেখে দ্রুতই পদ থেকে তাকে সরিয়ে দেয়া উচিত। আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি তাকে সরিয়ে দেয়ার জন্য। তারা জানিয়েছে তারা এটি দেখছে।’

Related Articles

Leave a Reply

Back to top button