খেলা

দুই বছর নিষিদ্ধ সাকিব, মাঠে ফিরবেন ২০২০ এর অক্টোবরে।

জুয়াড়ির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, এরমধ্যে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। ফলে আগামী বছরের অক্টোবরেই মাঠে ফিরতে পারবেন সাকিব।
গুঞ্জন ছিলো আগে থেকেই। বিকেলে ওয়েবসাইটে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত জানান ক্রিকেটের সর্বাচ্চ সংস্থা। গত রোববার ও সোমবার ক্রিকেটাররা নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেললেও সাকিব একটিও খেলেননি। তাতে নতুন করে মাথাচাড়া দেয় অনেক প্রশ্ন। বিসিবিও স্পষ্ট করছিল না কোনো কিছু।
মঙ্গলবার দেশের একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগে জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েও আইসিসি বা বিসিবিকে জানাননি সাকিব।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির দুর্নীতি বিরোধী ধারা অনুযায়ী, কারও কাছ থেকে অনৈতিক কিছুর প্রস্তাব পেলে যত দ্রুত সম্ভব আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হয়। প্রতিটি সিরিজের আগে ক্রিকেটারদের ক্লাস নিয়ে এ নিয়ম মনে করিয়ে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে।

Related Articles

Leave a Reply

Back to top button